Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লবণ নিয়ে গুজব, দৌলতখানে ৬ ব্যবসায়ীর জরিমানা

দৌলতখান(ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৪:২৬ পিএম

ভোলার দৌলতখান উপজেলায় নির্ধারিত মূল্যের বেশি দামে লবণ বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে দৌলতখান বাজার, মিয়ারহাট ও নুরু মিয়ারহাট বাজারে এ অভিযান চলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। ইউএনও জীতেন্দ্র কুমার নাথ বলেন, সন্ধ্যার পর থেকে দৌলতখান বাজার সহ আশপাশের কয়েকটি বাজারে লবণের মূল্যবৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে । এ সুযোগে কয়েকজন অসাধু ব্যবসায়ী কয়েক গুণ বেশি দামে লবণ বিক্রি শুরু করেন। প্রতি কেজি ৩০-৩৫ টাকার লবণ ৪০ থেকে ১০০ টাকায় বিক্রি করেছেন। খবর পেয়ে সন্ধার পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে জরিমানা করা হয়। এ সময় দৌলতখান বাজারের মা স্টোর থেকে প্রায় ৩০০ কেজি লবণ জব্দ করে দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এদিকে নির্ধারিত মূল্যের বেশী দামে লবন বিক্রি করলে প্রশাসনকে জানানোর আহŸান জানিয়ে মাইকিং করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ