বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হকের নেতৃত্বে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর উপজেলার বহুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। এসময় কোর্টবহুরিয়া এলাকায় অবস্থিত মহেড়া পেপার মিলকে এক লাখ টাকা এবং দুটি ইটভাটার মালিককে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করেন।
সূত্র জানান, উপজেলার কোর্ট বহুরিয়া এলাকায় স্থাপিত মহেড়া পেপার মিল কর্তৃপক্ষ সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে কারখানাটির বর্জ্য লৌহজং নদীতে ফেলে পানি দুষিত করে আসছিলেন। এছাড়া অবৈধভাবে কাঠ পোড়ানোর অপরাধে ওই এলাকায় মেসার্স কালাম ব্রিক্স ও হাবিব ব্রিক্সকে অভিযান চালিয়ে এক লাখ করে ভাটা দুটি থেকে দুই লাখ টাকা জরিমানা করেন। এসময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সজীব কুমার ঘোষ উপস্থি ছিলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈনুল হক জানান, মহেড়া পেপার মিলটি বর্জ্য শোধন না করেই তা নদীতে ফেলছিল। এছাড়া সরকারি নিয়ম অমান্য করে ইটভাটা দুটি কাঠ পুড়িয়ে ইট তৈরি করছিল। এই অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ করে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।