মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে থাকেন ২১ বছরের মিশে সলোমন। কাসিদি নার্স নামে তার স্কুলের এক বন্ধুর সঙ্গে সেলফি তুলেছিলেন তিনি। সেলফিতে দু’জনের মুখের আশ্চর্য মিল দেখা যায়। এই সেলফির কারণেই নিজের জন্মপরিচয় জানতে পারলেন মিশে। জানলেন জন্মের পর তাকে চুরি করা হয়েছিল হাসপাতাল থেকে।
মিশের সঙ্গে তোলা সেই সেলফি নিজের মা-বাবাকে সম্প্রতি দেখিয়েছিলেন কাসিদি নার্স। নিজের মেয়ের সঙ্গে মিশের মুখের মিল দেখে চমকে গিয়েছিলেন তারাও। তখন কাদিসির মা কেলেসে ও বাবা মর্ন নার্স মিশের জন্মদিনের ব্যাপারে জানতে চান। মর্ন দেখা করেন মিশের সঙ্গে। শোনেন তার জন্মদিনের ব্যাপারে। তা শুনে নিজের অনুমানের কথা পুলিশকে জানিয়েছিলেন মর্ন। এই ঘটনার পরই মিশেকে ডেকে পাঠায় পুলিশ। সেখানে গিয়ে ২১ বছরের যুবতী জানতে পারলেন নিজের আসল পরিচয়। তিনি জানতে পারেন, লাভোনা সোলোমন, যার কাছে তিনি বড় হয়ে উঠেছেন তিনি তার জন্মদাত্রী মা নন। জন্মের সময় মিশের নাম ছিল জেফানি নার্স। ১৯৯৭-এ কেপটাউনের গ্রোটে স্কার হাসপাতাল থেকে চুরি হয়ে যায় সে। এরপর ডিএনএ পরীক্ষা করতেই জানা যায়, কেলেসে ও মর্ন নার্সের সন্তান তিনি। আর কাদিসি তার বোন।
এর পর সন্তান চুরির জন্য লাভোনা সোলোমনকে গ্রেফতার করে পুলিশ। তিনি মিশেকে ওই হাসপাতাল থেকে চুরি করে মানুষ করছিলেন। কারণ, গর্ভবস্থার সময় তার সন্তান নষ্ট হয়ে গিয়েছিল। যদিও মিশের বায়োলজিক্যাল পেরেন্ট কেলেসে ও মর্ন নার্স নিজেদের প্রথম সন্তানকে খুঁজে পাওয়ার আশা ছাড়েননি। প্রতি বছর তারা জন্মদিনও পালন করতেন। কিন্তু জানতেন না, তাদের হারিয়ে যাওয়া মেয়ে বড় হচ্ছিল পাঁচ কিলোমিটার দূরেই!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।