বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দ্বীনি শিক্ষার অভাবে মানুষ দিন দিন অমানুষে পরিণত হচ্ছে। কেবল ইসলামী শিক্ষার মাধ্যমেই একজন মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়। পীর সাহেব বলেন, ইসলামী ও নৈতিকতা শিক্ষার প্রসারে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। তিনি সকলকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসার আহ্বান জানান।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের ভূজপুর মাদরাসা ময়দানে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে চট্টগ্রাম জেলা ও স্থানীয় ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। ইসলামী আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
পীর সাহেব চরমোনাই বলেন, কিছু কিছু ন্যাক্কারজনক ঘটনায় হাল জামানা আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। তিনি বলেন, ভোলার লালমোহনে প্রকাশ্যে একজন মোটর সাইকেল চালককে কেবল মাদক বিক্রি না করার কারণে দুই সন্তানের সামনে হাত পা বেধে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। সন্তানরা কান্না করলে নির্যাতনের মাত্রা সীমা ছাড়িয়ে যায়। আর শত শত মানুষ এ দৃশ্য দেখছিল। কিন্তু এ অমানবিক কাজ রুখে দিতে কেউ এগিয়ে আসেনি। তিনি বলেন, কোন ঈমানদার মানুষ যার মধ্যে মনুষ্যত্ববোধ আছে সে এমন দৃশ্য সহ্য করতে পারে না।
তিনি আরো বলেন, আরেকটি ঘটনা ভোলার মনপুরায় স্পিডবোট যাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে তার ভিডিও ধারণ করা হয়েছে। ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী মোহাম্মদ হেমায়েতুল্লাহ বলেছেন, ভোলায় নবীপ্রেমিক জনতাদের হতাহত ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভোলায় পাঁচ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। গতকাল বিকেলে রামপুরাস্থ আল কারীম মিলনায়তনে আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তর সভাপতি মুফতী ওহীদুল আলমের সভাপতিত্বে এবং মাওলানা মোহাম্মদ উল্লাহ আনসারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মর্তুজা কাসেমী ও মুফতী ফয়জুল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।