Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ২:৫০ পিএম

সিলেট-ছাতক রেলপথে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছেন। নিহতের নাম মাওলানা হাফিজুর রহমান (৮০)। তিনি সুনামগঞ্জ জেলার বিসম্ভরপুর থানার ধনপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামের সিলেট-ছাতক রেলপথে এ দূর্ঘটনা ঘটে। এসময় হাবিব মিয়া (১৫) নামে এক কিশোর আহত হয়েছে। সে স্থানীয় রহিমপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র।

প্রত্যাক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাতনামা ওই বৃদ্ধ রেল লাইন দিয়ে হাটছিলেন। ছাতক থেকে সিলেট গামী ট্রেনটি ঘাসিগাঁও এলাকায় ওই বৃদ্ধের কাছাকাছি পৌছলেও তিনি রেল লাইন থেকে সরছিলেন না। তখন ট্রেনের ইঞ্চিনে থাকা যাত্রী হাবিব পা দিয়ে ওই বৃদ্ধকে সরানোর চেষ্টা করেও ব্যার্থ হয়। এসময় ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে দ্বিখন্ডিত হয়ে যান ওই পথচারী বৃদ্ধ। নিহত বৃদ্ধকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে পায়ে গুরুত্বর আঘাত প্রাপ্ত হাবিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এব্যাপারে সিলেট রেলওয়ে পুলিশের (জিআরপি থানা) অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুস সাত্তার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাটানো হয়েছে।

নিহতের আত্নীয় বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের দিলোয়ার হোসেন জানান, মাওলানা হাফিজুর রহমান কিছুদনি যাবৎ মানষিকভাবে ভারসাম্যহীন। তিনি কারো সাথে কোন কথা বলেন না। ২১ অক্টোবর সোমবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তার সন্ধানে লামাকাজী পয়েন্টে এসে জানতে পারেন তাকে স্থানীয় লোকজন সোমবার বিকেলে লামাকাজী পয়েন্টে দেখেছেন। এরপর লামাকাজী এলাকায় নিখোঁজ মাওলানা হাফিজুর রহমান অনেক খোঁজাখুজি করেন তারা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট-ছাতক রেল লাইন দিয়ে হাটার সময় ট্রেনের কাটা পড়ে নিহত হন মাওলানা হাফিজুর রহমান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহতের পরিচয় সনাক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ