Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে হাত-পায়ের রগ কেটে হত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ৪:০০ পিএম

রাজধানীর পুরান ঢাকার ওসমান গনি রোডে আল-আমিন নামের একটি জুতার ফ্যাক্টরির এক কর্মচারীকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। হত্যার শিকার কর্মচারীর নাম পিয়েল। তার বাড়ি কিশোরগঞ্জে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ১০৪/৩ হাজি ওসমান গনি রোডের ওই জুতার কারখানায় এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মিডফোর্ড হাসপাতালে পাঠিয়েছে বংশাল থানা পুলিশ।

পিয়াল হত্যায় ওই কারখানার কর্মচারী বাবুকে আটক করা হয়েছে।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন জানান, ‘সুরতহালে দেখা গেছে, নিহতের দুই হাতের রগ ও দুই পায়ের হাঁটুর পেছন থেকে কেটে দেয়া হয়েছে। হাত এমনভাবে কাটা হয়েছে যে, একটু ঝুলে আছে। রশি দিয়ে গলা চেপে হত্যা করা হয়। হত্যা নিশ্চিত হতেই হাত ও পায়ের রগ কাটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

এসআই জানান, পিয়াল দীর্ঘদিন ধরে ওই জুতার দোকানে চাকরি করত। পিয়ালকে হত্যার ঘটনায় সহকর্মী বাবুকে আটক করা হয়েছে। বাবু ও পিয়ালের বাড়ি কিশোরগঞ্জে।

‘পূর্ব শত্রুতা ও সকালে তর্ক-বিতর্কের জেরে পিয়ালকে শ্বাসরোধে এবং রগ কেটে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে আটক বাবু। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ মিডফোর্ড হাসপাতার মর্গে পাঠানো হয়েছে’,- বলেন এসআই মোজাফফর হোসেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ