গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মিরহাজিরবাগ থেকে দু’টি বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। আজ শনিবার র্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক তিনজন হলেন- সাগর হাওলাদার (৩২), রায়হান ইসলাম (২১) ও জিন্নাত খান (২২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল। এসময় দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, তারা অবৈধভাবে অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সঞ্চার করে আসছিল। এর মাধ্যমে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি-মাদক ব্যবসাও পরিচালনা করে আসছিল। আটক তিনজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।