Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়াবাসহ মালয়েশিয়াগামী এক যাত্রী আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ৪:২৯ পিএম

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়াবাসহ মালয়েশিয়াগামী এক যাত্রীকে আটক করেছে সিটিএসবির সদস্যরা।

বুধবার ভোরে মালয়েশিয়াগামী বাংলাদেশ বিমানের ০৮২ ফ্লাইট থেকে মো. জাহাঙ্গীর আলম নামে ওই যাত্রীতে আটক করা হয়।

বিমানবন্দর থানার এসআই আফরোজা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামনগর গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলমকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে বিমানবন্দরে তল্লাশি চালায় সিটিএসবি।

এ সময় তার ব্যাগের মধ্যে রাখা একটি জুতার হিল কেটে এর ভেতর থেকে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে বিমানবন্দর থানায় মাদকসহ সোপর্দ করা হয়।

বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া (পিপিএম) জানান, সিটিএসবির এসআই মো. খন্দকার বায়েজিদ বাদী হয়ে একটি মাদক মামলা দিয়ে ইয়াবাসহ আটক যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করেছেন।

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ