Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে পানিতে ডুবে স্কুল ছাত্র মৃত্যু

ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ৬:৪৩ পিএম

ইন্দুরকানীতে পানিতে ডুবে স্কুল ছাত্র মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কালাইয়া গ্রামের আল আমিন হাওলাদারের ছেলে মোঃ আবির হাওলাদার (১২) তার বাবার সাথে বাড়ির সামনের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। আবিবের চাচা হেলাল জানান, আবির তার বাবা গোসল করতে যায়, তার বাবা গোসল করে ঘরে আসলেও আবির গোসল করে ঘরে আসেনি । দীর্ঘক্ষণ পরে আবিরকে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না । পরে আবিরকে ঐ খালে মৃত্যু অবস্থায় পাওয়া যায় । আবির ইন্দুরকানী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্র । সে ঐ খালে নিয়মতি গোসল করে এবং সাতারও জানেন । তবে পরিবার ও স্থানীয়দের দাবি এই খালে (জ্বীন-ভূতের) দোষ থাকার কারণে তার মৃত্যু হয়েছে। কয়েক বছর পূর্বে একই খাল থেকে দুই শিশু গোসল করতে গিয়ে নিখোজ হয়েছিল,পরে তাদেরও মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ