Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নদীতে ডুবে তিন বোনের মৃত্যু

গাজীপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১০:৫১ এএম

গাজীপুরের কাপাসিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) উপজেলার খিরাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো- সিনথিয়া (১১) সিনহা (৭) এবং হিমা (১২)। নিহত হিমার মামাতো বোন সিনথিয়া ও সিনহা।

কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, হিমা তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে হিমা এবং তার মামাতো বোন সিনথিয়া ও সিনহা ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গেলে তারা নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে নিহতের পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে বিকেলে নদী থেকে হিমা, সিনথিয়া ও সিনহাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ