বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরে বাঁশের সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে মাহি আক্তার (৬) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রাম সংলগ্ন রহমতখালী খাল থেকে ওই ছাত্রীর মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে একইদিন মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে সাঁকো থেকে পড়ে গিয়ে মাহি আক্তার নিখোঁজ হয়।
নিহত মাহি আক্তার স্থানীয় উত্তর চন্দ্রপুর গ্রামের বাসিন্দা সুমন হোসেন (মাসুম)-এর মেয়ে। সে উত্তর চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, সকালে নানার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার জন্য রওনা দেয় মাহি। এসময় সে এলাকার ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোটি পার হতে গিয়ে রহমতখালী খালে পড়ে পানির স্রোতে হারিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ডুবুরি দল না থাকায় তারা উদ্ধার কাজ শুরু করতে পারেননি। পরে বিকাল ৩টার দিকে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের ৪ জনের একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। কয়েকঘন্টা খোঁজাখুঁজির পর সাঁকো থেকে পাঁচশ’ গজ দূরে ওই ছাত্রীর ডুবন্ত লাশের সন্ধান পায় ডুবুরীর দল।
লক্ষ্ণীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়াসী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে প্রবল পানির স্রোতে পড়ে নিয়ন্ত্রণ হারায় শিশু শিক্ষার্থী মাহি। এতে পানিতে ডুবেই তার মৃত্যু হয়। লক্ষ্ণীপুর ফায়ার সার্ভিসে ডুবুরি দল নেই, যেকারণে পার্শ¦বর্তী জেলা চাঁদপুর থেকে ডুবুরি দল এনে উদ্ধার কাজ চালাতে হয়েছে। চন্দ্রগঞ্জ থানা পুলিশের মাধ্যমে নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল পাটওয়ারী বলেন, প্রায় তিন বছর আগে ঝুঁকিপূর্ণ ওই সাঁকোটির স্থলে সেতু নির্মাণের জন্য বরাদ্দ দেয় সরকার। কিন্তু ঠিকাদারের অনিয়ম আর অবহেলায় সেতুটির নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। প্রতিনিয়তই এ এলাকার কচিকাচা ছাত্র-ছাত্রীরাসহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাঁকোটি ব্যবহার করছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।