গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আট দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে আজ ভোরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর দর্শন পেতে গণভবনে ভিড় জমিয়েছেন আওয়ামী লীগের কয়েক শতাধিক নেতা। মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের নেতারা গণভবনে ভোর থেকেই প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করতে থাকেন।
ভোয় ছয়টার কিছুক্ষণ আগে হযরত শাহজালাল বিমানবন্দরে বিমান অবতরণের পর মন্ত্রিপরিষদের সদস্যরা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুলেল অভ্যর্থনা জানান। এরপর প্রধানমন্ত্রী সরাসরি গণভবনে যান।
গণভবনে পৌঁছানোর পর কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়। সে সময় অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে চাইলে তাদের নিষেধ করেন প্রধানমন্ত্রী। গণভবনে উপস্থিত একজন নেতা বলেন, প্রধানমন্ত্রী ফুলেল শুভেচ্ছা দিতে নিষেধ করে বলেছেন, তোমরাই তো আমার একেকটা ফুল।
গণভবনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমÐলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আখতার হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, উপ প্রচার সম্পাদক আজিজুল হক রানা। সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপোন, সাইফুর রহমান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরী রোটন, এস এম জাকির হোসেন, আদিত্য নন্দী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।