Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব ডাকসুর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ৮:১৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব গৃহীত হয়েছে ডাকসুতে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ডাকসুর সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।    সভা শেষে প্রেস ব্রিফিং করে গণমাধ্যম কর্মীদের এই তথ্য নিশ্চিত করেন ডাসুর সভাপতি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান। এর আগে প্রায় দুই ঘন্টাব্যাপী সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
 
ডাকসুতে গোলাম রাব্বানীর জিএস পদ থাকবে কিনা বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তা হয়নি। সভার আহ্বান করলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে জিএস গোলাম রাব্বানী সভায় উপস্থিত ছিলেন না।
 
সভা শেষে ডাকসুর সভাপতি অধ্যাপক মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মূল্যবোধ ও চেতনার জায়গা। সুতরাং এখানে কোনো ধর্মেরই ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক রাজনীতি চর্চার সুযোগ নেই। তাদের কোনো ধরনের তৎপরতা ঐতিহ্যগতভাবে এখানে  নেই। সেটি যেন কোনো ক্রমেই এদের অনুপ্রবেশ বা কর্মকাণ্ড পরিচালিত না হয় সেবিষয়ে যেন সকলে  যত্নশীল থাকে সেজন্য ডাকসুর তরফ থেকে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানো হয়েছে।'
 
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোরামে সেগুলো নিষিদ্ধ করে যেন আইনে পরিণত করা হয় সেই দাবিও জানানো হয়েছে বলেও জানিয়েছেন উপাচার্য। 
 
ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইন বলেন, ‘ডাকসুর প্রস্তাব অনুযায়ী ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। নির্বাহী সভার এ্যাজেন্ডা অনুযায়ী প্রস্তাবটি উত্থাপন করেছেন ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন। একই সাথে ডাকসুর গঠনতন্ত্রে এ সম্পর্কিত ধারা সংযোজন ও বিশ্ববিদ্যালয়ের আইন-কানুনে এটি সন্নিবেশ করার আহ্বান জানানো হয়েছে।’
 
তিনি বলেন, ‘আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অলিখিতভাবে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ আছে। কিন্তু আজকে এটি কেবল প্রস্তাব নয় লিখিত আকারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
 
গোলাম রাব্বানীর উপস্থিত না হওয়ার বিষয়ে সাদ্দাম বলেন, ‘ব্যক্তিগত কারণে তিনি আজকের সভায় উপস্থিত থাকতে পারেননি।’
 
এছাড়াও সভায় অন্যান্য এজেন্ডা হিসেবে সান্ধ্যকালীন কোর্স, লাইব্রেরীর আসন সংকট, হলের আবাসন সমস্যা, ক্যাম্পাসের পরিবহন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। 
 
সভা সূত্রে জানা যায়, গোলাম রাব্বানীর ছাত্রলীগ থেকে পদ হারানোকে নৈতিক স্খখন আখ্যায়িত করে জিএস পদ থেকে তাকে অপসারণ করার দাবি তুলেন ভিপি নুর। তবে ডাকসুর গঠনতন্ত্রে এরকম স্পষ্ট কোন নির্দেশনা না থাকায় তখন ছাত্রলীগ সমর্থিতরা তা প্রত্যাখান করেন। ছাত্রলীগ সমর্থিত তখন অনেকেই ভিপি নুরের বিবাহিত প্রসঙ্গও টেনে আনেন। এছাড়াও ভিপি নুর ঢাবিতে পরীক্ষা ছাড়া ছাত্রলীগ নেতাদের সান্ধ্যকালীন কোর্সে ভর্তির বিষয়টি তুলেন এবং তাদের ছাত্রত্ব বাতিল করার দাবি জানান। কিন্তু এই ছাত্রলীগ নেতারা নিয়ম অনুযায়ী ভর্তি হয়েছেন উল্লেখ করে সেই প্রস্তাবও প্রত্যাখান করেন।  
 
তবে এই বিষয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুরের কোন বক্তব্য পাওয়া যায়নি। নুর একটি বিয়ের দাওয়াতের কথা বলে সভা শেষ না করেই বের হয়ে গেছেন বলে অভিযোগ করেন সাদ্দাম হোসাইন।  বের হয়ে যাওয়ার সময় অপেক্ষমান সাংবাদিকরা নুরকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানালেও তিনি ব্যস্ত আছেন বলেন ডাকসু ত্যাগ করেন।


 

Show all comments
  • শাহজালাল ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৫৯ পিএম says : 0
    Great proposal to remove Islamic politics from the university, Islamic party is ending. However, 175 million population is aware about that as well, that's why nobody votes to Islamic party.
    Total Reply(1) Reply
    • mohammad Sirajullah ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২১ পিএম says : 4
      Education must be secular. Islam says " Let your religion be yours and my religion be mine". Bangladesh has a big problem with 15 or so types of Kider garten education system. One country can not affgord this. It needs to be modified to one system upto SSC and then specialize in differtent baranches including Therology.
  • কে এম শরীয়াতুল্লাহ ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৭ পিএম says : 0
    ডাকসুর অপরিণত সিদ্ধান্ত মেনে নেয়া হবেনা। -ইশা ছাত্র আন্দোলন।
    Total Reply(0) Reply
  • কে এম শরীয়াতুল্লাহ ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৮ পিএম says : 0
    ডাকসুর অপরিণত সিদ্ধান্ত মেনে নেয়া হবেনা। -ইশা ছাত্র আন্দোলন।
    Total Reply(0) Reply
  • হানিফ ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৯:২৬ এএম says : 0
    ঢাবির ভিসি অনেক জরুরি একটাকাজ করেছে!! তিনি ছা, চমুচা খাওয়াতেপারেন কম দামে আর ধর্ম নিষিদ্ধকরতে পারেন!! তাছাড়া ডাকসুর বা ঢাবি যেই স্টাইলে চালাচ্ছেন তা ব্যতীত এই নির্লজ্জ বেহায়ার কোন যোগ্যতাই নাই।
    Total Reply(0) Reply
  • হানিফ ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৯:২৬ এএম says : 0
    ঢাবির ভিসি অনেক জরুরি একটাকাজ করেছে!! তিনি ছা, চমুচা খাওয়াতেপারেন কম দামে আর ধর্ম নিষিদ্ধকরতে পারেন!! তাছাড়া ডাকসুর বা ঢাবি যেই স্টাইলে চালাচ্ছেন তা ব্যতীত এই নির্লজ্জ বেহায়ার কোন যোগ্যতাই নাই।
    Total Reply(0) Reply
  • মোঃ মহিউদ্দিন ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৭:১৬ পিএম says : 0
    দুর্নীতি,নারী অধিকারের নামে নারীকে ভোগ্যপণ্য, লুটপাট করে খাওয়া ও ক্ষমতার রাজনীতি বন্ধ হয়ে যাবে এ ভয়ে তারা ডাকসুতে সাম্প্রদায়িকতার ধুঁয়া তুলে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে। যা প্রতিটি বিবেকবান ব্যক্তি মাত্রই এই উদ্দেশ্যে প্রণোদিত ও অপরিণত সিদ্ধান্ত মেনে নেবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ