Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সউদীতে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র অযৌক্তিক ও হাস্যকর অভিযোগ করছে : ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:৩২ পিএম

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক যৌথ বিবৃতিতে সউদী আরবের তেল স্থাপনায় হামলার কথা আবারও অস্বীকার করেছে ইরান।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে সাইড লাইন বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। খবর বিবিসির।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন ওই দাবি প্রত্যাখ্যান করে বলেন, যুক্তরাষ্ট্র অযৌক্তিক ও হাস্যকর অভিযোগ করছে।
সউদীর তেল স্থাপনায় হামলার পর দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে আসায় উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় নেতারা।
বরিস জনসন রোববার সাংবাদিকদের বলেছেন, ড্রোন ও ক্রুজ মিসাইলের মাধ্যমে ১৪ সেপ্টেম্বরে সউদীতে হামলা করেছে ইরান।
বিশ্বের সবচেয়ে বড় ওই তেল শোধনাগারে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলছে। গত সপ্তাহের শনিবারের ওই হামলায় দেশটির তেল উৎপাদন অর্ধেকে মেনে গিয়েছিল।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র ও সউদী আরবের দাবি, ইরানই এমন ঘটনা ঘটিয়েছে। তদন্তে প্রমাণিত হলে ইরানকে জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছে সউদী আরব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ