Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে লিজার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ৬:১৯ পিএম

ক্লোজআপ ওয়ান তারকা ও সংগীতশিল্পী লিজা হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন রাতে লিজার পিত্তথলিতে (গলবøাডার) সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, পিত্তথলি সংক্রমিত হওয়ায় অস্ত্রোপচারের সিন্ধান্ত নেওয়া হয়েছিল।

লিজার ছোট ভাই শুভ বলেন, ‘দীর্ঘদিন ধরে আপু গলবøাডারের সমস্যায় ভুগছিলেন। দিন দিন এটা বড় হচ্ছিল। তাই পরিকল্পনা করেই গতকাল অস্ত্রোপচার করা হয়েছে।’

বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আপু এখন হালকা কাথাবার্তা বলতে পারছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকদিনের মধ্যে তাকে নিয়ে বাসায় ফিরতে পারব।’

লিজা ২০০৮ সালে সংগীতবিষয়ক প্রতিযোগিতামূলক আয়োজন ‘ক্লোজআপ ওয়ান’-এর চ্যাম্পিয়ন। ২০১২ সালে তার প্রথম একক অ্যালবাম ‘লিজা পার্ট ওয়ান’ প্রকাশিত হয়। তিনি নিয়মিত যুক্ত আছেন গানের সঙ্গে। স¤প্রতি লিজা উপস্থাপনা ও স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ‘চাইনি এমন করে’ গানের লিরিক্যাল ভিডিও। শিগগিরিই এটি ভিডিও আকারে আসবে। এছাড়াও বেশ কিছু নতুন গানের কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্রোপচার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ