Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডেই হতে পারে অস্ত্রোপচার ৬ মাস মাঠের বাইরে মুস্তাফিজ

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তোলার এক বছরের মধ্যেই ইনজুরি আঘাত হেনেছিল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। ইনজুরি আর এই তারকার পিছু ছাড়ছে না। এবার ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে কাটার মাস্টারকে। ইংল্যান্ডের মাটিতে কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে নেমে ফের ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজ। দ্বিতীয় এমআরআই রিপোর্ট থেকে জানা গেল, তার অস্ত্রোপচার করাতেই হবে। অস্ত্রোপচার যেখানে করানো হোক না কেন- এটি হলে আগামী ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে যাবেন মুস্তাফিজ। ফলে আগামী অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে খেলতে পারবেন না। বছরের শেষের দিকে নিউজিল্যান্ড সফরেও হয়তো তার খেলা হবে না।
মুস্তাফিজের অস্ত্রোপচার নিয়ে ইংল্যান্ডের দু’জন ও অস্ট্রেলিয়ার একজন শল্যবিদের সঙ্গে যোগাযোগ হচ্ছে বিসিবির। তবে সবদিক বিবেচনায় শেষ পর্যন্ত ইংল্যান্ডেই হয়ত হবে অস্ত্রোপচার। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে সোমবার নাগাদ। সাসেক্সে খেলতে গিয়ে কাঁধে চোট পাওয়ার পর মুস্তাফিজকে দেখেছেন ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচার। দুই দফা এমআরআই করানোর পর কোচারের পরামর্শে সিদ্ধান্ত হয়েছে মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচার করানোর। কোচার নিজেই করাতে পারেন মুস্তাফিজের অস্ত্রোপচার। নানা জায়গায় খোঁজ নেয়ার পর বিসিবির পছন্দের তালিকায় আছেন আরও দুজন। বিসিবিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন বিস্তারিত, ‘ওর রিপোর্টগুলো আমরা কয়েক জায়গায় পাঠিয়েছি। সম্ভব সেরা সার্জনকে দিয়েই আমরা করাবো। ইংল্যান্ডে দুজনের খোঁজ পেয়েছি। একজন টনি কোচার, আগেই মুস্তাফিজকে দেখেছেন। আরেকজন ম্যানচেস্টারের কাঁধের সার্জন লেনার্ড ফাঙ্ক। বিশ্বের সেরা সার্জনদের একজন সে। কাঁধের ইনজুরি নিয়ে সে অনেক দিন ধরে কাজ করেছে। অনেক শীর্ষ অ্যাথলেট উনার সঙ্গে কাজ করেছে। অস্ট্রেলিয়াতেও যোগাযোগ করেছি আমরা। আমাদের এখন তিনটি বিকল্প আছে। যেহেতু আজ (গতকাল শনিবার) ও কাল (আজ রোববার) ওদের সঙ্গে যোগাযোগ করা একটু কষ্টসাধ্য। আগামীকালের মধ্যে সিদ্ধান্ত দিতে পারব আমরা কার কাছে অপারেশনটা করাবো।’
অস্ট্রেলিয়ায় পাঠাতে হলে মুস্তাফিজকে আবার দেশে ফিরতে হবে। ভিসা নেয়ার ঝামেলা আছে। সব মিলিয়ে ইংল্যান্ডেই অস্ত্রোপচার করানোর সম্ভাবনা বেশি, জানালেন জালাল ইউনুস, ‘যেহেতু ইংল্যান্ডে মুস্তাফিজ আছে। ইংল্যান্ডে ডাক্তাররা তার রিপোর্ট দেখে বিশ্লেষণ করেছে। এজন্য ইংল্যান্ডে হওয়ার সম্ভাবনা বেশি। ইসিবিকে আমরা লিখেছি, জানতে চেয়েছি কোচার ও ফ্রাঙ্কের মধ্যে কে ভালো হবে। যার কথা বলবে, হয়ত আমরা তার কাছেই যেতে পারি।’ এই বিসিবি পরিচালক জানালেন, বোর্ড নিয়মিতই মুস্তাফিজের খোঁজখবর রাখছে, ও সব কিছু সম্পর্কে অবগত। কাকে কিভাবে কখন দেখাচ্ছে। ডাক্তার কি বলেছে। মানসিকভাবে প্রস্তুতও আছে।’
সীমিত ওভারের ম্যাচে মুস্তাফিজ বিশেষজ্ঞ বোলারের খেতাব পেয়েছেন। তার বিষয় খুব সতর্ক থাকার কথা জানিয়েছেন জালাল ইউনুস, ‘আমরা মুস্তাফিজুরের সর্বোচ্চ যতœ নিচ্ছি। যখনই সে শারীরিক সমস্যার কথা জানিয়েছে- আমরা তাকে মাঠে নামায়নি। তাকে টেস্ট ম্যাচে নিচ্ছি না। সীমিত ওভারেই তার প্রতি মনোযোগ দেয়া হচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংল্যান্ডেই হতে পারে অস্ত্রোপচার ৬ মাস মাঠের বাইরে মুস্তাফিজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ