গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গত বুধবার ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমের নির্বাচিত ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলে প্রিয় নেত্রীর মুক্তির দাবিতে তারা স্লোগান দিতে থাকেন।
ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ার পর খোকন-শ্যামল রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রথমবারের মতো মধুর ক্যান্টিনে প্রবেশ করেন। এসময় ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী তাদের অভিনন্দন জানান।
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি, বালিশ, পর্দা, টিন, মেডিকেলের যন্ত্রপাতি, বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজী, ভর্তিতে অনিয়মসহ বিশ্ববিদ্যালয়গুলো ভিসির স্বেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে গিয়ে মিছিল শেষ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।