মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এরইমধ্যে নিউ ইয়র্ক পৌঁছেছেন। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে জানিয়েছে, সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট হাসান রুহানি সোমবার নিউ ইয়র্কে পৌঁছাবেন।
গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। আগামী মঙ্গলবার থেকে শীর্ষ নেতাদের ভাষণ শুরু হবে। পার্স টুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ওই অধিবেশনে ভাষণ দেয়ার জন্য সোমবার নিউ ইয়র্ক পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
পার্স টুডের খবরে বলা হয়েছে, গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের নিউ ইয়র্কে পৌঁছার কথা থাকলেও মার্কিন বিদ্বেষী আচরণের কারণে তা সম্ভব হয়নি। ইরানের অভিযোগ, আমেরিকা কয়েকদিন দেরি করে তাদের প্রতিনিধিদলকে ভিসা দিয়েছে। তবে এরইমধ্যে নিউ ইয়র্কে পৌঁছে গেছেন জারিফ। তিনি সেখানে সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।