বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরিবেশ দূষণের দায়ে দু’টি কারখানাকে ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন এ জরিমানার আদেশ দেন। তার আগে প্রতিষ্ঠান দু’টির প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- চট্টগ্রামের সীতাকুÐে শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেড এবং ইনফিনিয়া নিটিং অ্যান্ড ডাইং মিল লিমিটেড।
মোয়াজ্জেম হোসাইন বলেন, গত সপ্তাহে কারখানা দুটি পরিদর্শনকালে একটিতেও তরল বর্জ্য শোধনাগার পাওয়া যায়নি। তাদের পরিবেশ ছাড়পত্রও নেই। এছাড়া ল্যাব রিপোর্টে কারখানা দুটি আশপাশে বায়ূ দূষণের প্রমাণ পাওয়া গেছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠান দু’টি বন্ধ করে দেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন মোয়াজ্জেম হোসাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।