পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইসলামের স্বার্থে একই প্লাটফর্মে কাজ করার ঘোষণা দিয়েছে মিশরের বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় আল-আজহার কতৃপক্ষ ও দেশটির ধর্ম মন্ত্রণালয়। ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, নৈতিকতার দীক্ষা এবং ইসলাম প্রচার-প্রসারের ক্ষেত্রে একইসঙ্গে কাজ করবে তারা। খবর আল আহরামের।
গত ১১ সেপ্টেম্বর মিশরীয় পত্রিকাটি জানিয়েছে, আগামী শুক্রবার জাতীয় দিবস উপলক্ষে আল-আজহার ও মিশরের ধর্ম মন্ত্রণালয়ের যৌথ একটি প্রতিনিধি দল পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত মন্ত্রণালয়ের সদর দপ্তরে বৈঠক করবে। একই স্থানে আল-আজহার ও মিশর-ধর্ম মন্ত্রণালয়ের দশম যৌথ দাওয়াতি মিশন বিষয়ক ঘরোয়া অনুষ্ঠানেও যোগ দিবে ওই প্রতিনিধি দল। প্রত্যেক পক্ষ থেকে ৪ জন করে মোট ৮ জনের যৌথ প্রতিনিধির মাঝে এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
খবরে বলা হয়, উক্ত বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও পারস্পরিক সমন্বয়-কাঠামোর প্রতি জোর দেয়া হবে। আল-আজহার ও ধর্ম মন্ত্রণালয় মধ্যমপন্থী আদর্শের অনুস্মরণ করে চরমপন্থার বিপক্ষেও একইসঙ্গে কাজ করবে। এছাড়াও, “শিক্ষক ও শিক্ষার্থীদের করণীয়” শীর্ষক একটি আলোচনা সভায় অংশগ্রহণ করবে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।