Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে গ্রাহকের অজান্তে আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন, গ্রেফতার ৪

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৫১ এএম | আপডেট : ৯:৫৮ এএম, ৬ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রামে গ্রাহকের অজান্তে আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন করে সেগুলো গোপনে বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে বাকলিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদি হাসান এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন, ফেরদৌস সরোয়ার রবিন (২৮), মিনহাজুল ইসলাম (২৩), মিশু আহমেদ (৩০) এবং জাবেদ ইকবাল (৩০)।
মেহেদি হাসান বলেন, ‘চক্রটি গ্রাহকের কাছে সিম বিক্রি করার সময় অজান্তে তার আঙুলের ছাপ নিয়ে রাখে। পরে সেগুলো দিয়ে ওই গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ব্যবহার করে আরও সিম নিবন্ধন করে। এরপর সেগুলো যাদের কাছে এনআইডি নেই তাদের কাছে বাড়তি দামে বিক্রি করতো। এই চক্রের জালিয়াতির শিকার এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে।’
এক প্রশ্নের জবাবে মেহেদি হাসান বলেন, অবৈধভাবে রেজিস্ট্রেশন করা এসব সিম হাত ঘুরে রোহিঙ্গাদের কাছে পৌঁছাচ্ছে কিনা তা তদন্ত করে দেখা হবে। সংবাদ সম্মেলনে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিম নিবন্ধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ