Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে সিম নিবন্ধনে অর্থ আদায়ের অভিযোগ

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন আর মাত্র তিন দিন বাকি। ৩০ এপ্রিলের মধ্যে সিম রেজিস্ট্রেশন না করা হলে বন্ধ হয়ে যাবে সিমটি। সরকারের এ ঘোষণার পর হতে সারাদেশের ন্যায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার সর্বত্রই চলছে সিম রেজিস্ট্রেশন। কিন্তু সরকারের পক্ষ হতে রি-রেজিস্ট্রেশন করার জন্য কোন ফ্রি নেওয়ার বিধান না থাকলেও সরকারে দোহাই দিয়ে কাপ্তাই উপজেলার বিভিন্ন দোকানগুলোতে গ্রাহকদের নিকট হতে ২০ টাকা হতে ৫০ টাকা করে নেওয়া হচ্ছে প্রতিটি সিম রেজিস্ট্রেশন। আর টাকা না দিলে সিম রেজিস্ট্রেশন করা হচ্ছে না। দোকানগুলোতে সিম রেজিস্ট্রেশন সরকারের নিয়ম-নীতি না মেনে প্রতিটি সিম রেজিস্ট্রেশনে অর্থ আদায় করা হচ্ছে। রেজিস্ট্রেশন ফরমে অনেক স্থানে গ্রাহকদের টিপ প্রয়োজন, কিন্তু কোন কোন দোকানে এ নিয়ম-নীতি না মেনে ফরম পূরণ করা হচ্ছে। ফরমে অনেক স্থানে লেখার পর একাধিক ভুল করছে। এতে করে ব্যক্তি সিম মালিকেরা নিবন্ধন করার পরও হতাশায় ভুগছে। গ্রাহকরা অভিযোগ করেন, কাপ্তাই নতুন বাজার তৃপ্তি টেলিকম এন্ড মোবাইল গার্ডেন দোকানে সরকারের নিয়ম-নীতি অমান্য করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নতুনবাজারসহ উপজেলার অনেক দোকানেই সর্বত্রই টাকা নিয়ে সিম রেজিস্ট্রেশন করানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাপ্তাইয়ে সিম নিবন্ধনে অর্থ আদায়ের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ