গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ডেমরা ও মুগদা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে আটক করেছে র্যাব। আটকরা হলেন মো. রাসেল (২০), মো. সালাউদ্দিন (২৫), মো. সাইফুল আলম (৪৮) ও আশরাফুল রানা ওরফে সোহেল (২৮)।
গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টার দিকে ডেমরা এলাকায় র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ আশরাফুল ও রাসেলকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ছাড়া, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মুগদা থানার দক্ষিণ মাণ্ডা এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ সাইফুল ও সালাউদ্দিনকে আটক করে র্যাব-১০ এর একটি দল। এ সময় তাদের কাছে থেকে নগদ ৩৬০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানানো হয়েছে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।