Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাইয়ে থ্রিডি জেব্রা ক্রসিং চালু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ৬:০২ পিএম

নিরাপদে রাস্তা পার হওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে জেব্রা ক্রসিং। সারা বিশ্বে এটা স্বীকৃত। তারপরও জেব্রা ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে থাকে। এর কারণ চালকরা অনেক সময় জেব্রা ক্রসিং দেখেও তাদের যানবাহনের গতি কমান না।

আবার অন্য একটি বিষয়ও থাকে। সেটা হলো- কিছু কিছু জেব্রা ক্রসিংয়ের রং এতোই হালকা থাকে যে সেগুলো অনেক চালকের চোখে ধরাই পড়ে না। আর এজন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

অঞ্চলটির কর্তৃপক্ষ নতুন এক ধরনের জেব্রা ক্রসিংয়ের প্রচলন করেছে। থ্রিডি প্রযুক্তির এসব জেব্রা ক্রসিং সহজেই চালকদের চোখে পড়বে। ফলে তারা গতি কমাবে এবং এতে ঘটবে না কোনো দুর্ঘটনা।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এসব জেব্রা ক্রসিং এমনভাবে তৈরি করা হয়েছে যেগুলো একটু দূর থেকে দেখে মনে হবে রাস্তার কয়েক সেন্টিমিটার ওপরে ভাসছে। এ ধরনের জেব্রা ক্রসিং সহজেই যেকারো নজর কাড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুবাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ