মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার বিদ্রোহী অধিকৃত ইদলিব প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার সেখানে আল কায়েদা নেতাদের একটি দলের ওপর হামলাটি চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে। এক ইমেইল বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে তারা ‘যুক্তরাষ্ট্রের নাগরিকদের, আমাদের পিতামাতাদের ও নিরপরাধ বেসামরিকদের জন্য হুমকি সৃষ্টিকারী হামলার জন্য দায়ী’। বিবিসি জানিয়েছে, বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি; কিন্তু অন্যান্য প্রতিবেদনে ইদলিবে জিহাদপন্থিদের একটি প্রশিক্ষণ শিবিরে চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন বলে বলা হয়েছে। রাশিয়ার সমর্থনে সিরিয়ার সরকারি বাহিনীগুলো ইদলিবে একতরফা সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করার পরপরই হামলার এ ঘটনাটি ঘটে। শনিবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে ওই যুদ্ধবিরতি শুরু হওয়ার পর যুদ্ধক্ষেত্র শান্ত হয়ে ছিল বলে প্রাথমিক প্রতিবেদনগুলোতে ইঙ্গিত পাওয়া গেছে। বিদ্রোহী অধিকৃত ইদলিব পুনরুদ্ধারে এপ্রিলের শেষ দিকে সেখানে বিমান হামলা শুরু করেছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সরকারি বাহিনী। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।