Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাংশায় বিনা টিকিটে রেলভ্রমণের অপরাধে ৪৪ জনকে জরিমানা

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৫৪ পিএম

পাংশা রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে ভ্রমণের অপরাধে ৪৪জন যাত্রীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার সাড়ে ১২টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম।

জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট গামী মধুমতি এক্সপ্রেসে ৪৪জন যাত্রী ট্রেনের ভ্রমণ টিকিট না কেটে ভ্রমনের অপরাধে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালতে রেলওয়ে আইন ১৮৯০ এর ৬৮/১১২ ধারায় ওই ট্রেন যাত্রীদের কাছ থেকে মোট ৪ হাজার ৫ শত ৭৭ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় পাংশার রেলওয়ের ষ্টেশন মাষ্টার মোস্তাফিজুর রহমান, সহকারী ষ্টেশন মাষ্টার জীবন বৈরাগী, পাংশা থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা কাছে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ