Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরশুরাম সীমান্তে ৩ নাইজেরিয়ানসহ আটক ৫

ফেনী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ৮:১৮ এএম

ফেনীর পরশুরাম উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে নাইজেরিয়ার তিন নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। গত বুধবার রাতে উপজেলার কেতরাংগা সীমান্ত এলকা থেকে তাদের আটক করা হয়। ফেনীস্থ বিজিবি ৪’র অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেতরাংগা সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে নাইজেরিয়ার নাগরিক ইগবোজানু (৩৬), ইগবো (৪৭) ও ইজিডিগুও (৩৬) এবং বাংলাদেশের মো. সবুর মিয়া (ড্রাইভার) (৩৭) ও মো. ইমাম হোসেনকে (৩৭) আটক ও একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-১৭-৪৭৪০) জব্দ করা হয়। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য তারা ঢাকা থেকে প্রাইভেটকারযোগে ফেনী এসেছে। তাদের কাছ থেকে ২ হাজার ৩০০ ডলার, নগদ ১৭ হাজার ২০০ টাকা, দুটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল পাওয়া যায়। তিনি আরও জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ