Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ৭:০৮ পিএম

চট্টগ্রাম নগরের কামাল ইশকে মুস্তাফা(দ.) ফাজিল মাদ্রাসায় সুচিন্তার উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) মাদ্রাসার হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ওই প্রতিষ্ঠানের আলেম ও শিক্ষার্থীরা অংশ নেন।

সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক অ্যাড. জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে অধ্যাপক মো. আমিন উল্লাহর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কামাল ইশকে মুস্তাফা(দ.) কমপ্লেক্স ট্রাস্টের চেয়ারম্যান ছৈয়দ মুহাম্মদ আনোয়ার হোছাইন (মা.জি.আ.)।

প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা স্থপতি আশিক ইমরান।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর সময়ে দেশে কোনো জঙ্গি ছিল না। পরে যারা দেশ শাসন করেছে তারাই সন্ত্রাস ও জঙ্গি সৃষ্টি করেছেন। ইসলামের নামে যারা জঙ্গি হামলার মতো জঘন্য অপরাধ করছে তারা ইসলামের কেউ নয়। ইসলাম মানুষ হত্যা সমর্থন করে না। অথচ তারা জিহাদের নাম দিয়ে নিরীহ মানুষজনকে হত্যা করছে। এদের ধর্ম নেই, এরা ইসলামের শত্রু ।

সুচিন্তার উপদেষ্টা স্থপতি আশিক ইমরান বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের কোনও জাত নেই, ধর্ম নেই। তাদের কোনও পরিচয় নেই। এদের পরিচয় একটাই কেবল অপরাধী। এদের যেকোনো মুল্যে প্রতিহত করতে হবে। ইসলামের প্রকৃত শিক্ষা অনুধাবনেই মিলবে মুক্তি।

সভাপতির বক্তব্যে জিনাত সোহানা চৌধুরী বলেন, জঙ্গিবাদ নির্মূলে আলেমদের অনেক ভূমিকা রয়েছে। মসজিদে মসজিদে মুসল্লিদের বুঝাতে হবে। শিক্ষার্থীদের ইসলামের মৌলিক শিক্ষা দিতে হবে। তবেই জঙ্গি নির্মূল হবে।

আরও বক্তব্য দেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন, এম কায়কোবাদ, মুহাম্মদ নুরুল আমিন, অধ্যক্ষ তোয়াহা মুহাম্মদ মুদ্দাচ্ছির, বাংলাদেশ কেন্দ্রীয় ধর্ম ও উপ কমিটির সদস্য মাওলানা রবিউল আলম সিদ্দিকী, ডা. মাওলানা ইউনুছ ওয়াহেদী।

উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ নাজেম উদ্দিন ,মাওলানা শহীদুল্লাহ ,নিলুফার আকতার, মুহাম্মদ মনজুরুল আলম,আবদুল আলিম, ওমর ফারুক নওফেল, মাওলানা আবদুল কাদের প্রমুখ।

এর আগে ১৫ আগস্টের জাতির জনক বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদদের সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

পরে শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সুচিন্তা স্টুডেন্ট এন্ড ইয়ুথ উইনং শাখার কৌশিক। সমাবেশ শেষ হয় সবার স্বতঃস্ফূর্ত জয় বাংলা স্লোগানের মাধ্যমে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গিবাদ প্রতিরোধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ