Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে -ভিসি ড. আজহার

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভিসি প্রফেসর ড. একেএম আজহারুল ইসলাম বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর নির্দেশ এবং ইউজিসির নির্দেশনা মেনে চলার উপর তিনি গুরুত্বারোপ করেন। গতকাল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত আইআইইউসি’র নিরাপত্তা ও তদারকি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি এ অভিমত ব্যক্ত করেন।
আইআইইউসি’র প্রো-ভিসি (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আইআইইউসি’র কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. আবু বকর রফীক, শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. গিয়াসউদ্দীন হাফিজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, ফিমেল একাডেমিক কমপ্লেক্সের চিফ-ইনচার্জ প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাফিউদ্দিন মাদানী, আইন বিভাগের প্রধান সাইদুল ইসলাম, স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক আ জ ম ওবায়েদুল্লাহ, হল প্রভোস্ট এ এফ এম নুরুজ্জামান, সহকারী প্রক্টর জাহেদ হোসাইন ভূঁইয়া এবং স্টাফ ডেভলপমেন্ট এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান।
সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনমত এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রকাশ এবং আগামী ১ আগস্ট কুমিরায় নিজস্ব ক্যাম্পাসে গুলশান ও শোলাকিয়ার মর্মান্তিক ঘটনা স্মরণে মানববন্ধন, শোকর‌্যালি এবং আলোচনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে -ভিসি ড. আজহার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ