Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে একদিনে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ১:৩৫ পিএম

ময়মনসিংহের নান্দাইলে ১ দিনে পৃথক পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়,উপজেলার গাংগাইল ইউনিয়নের শাইলধরা গ্রামের আবু সিদ্দিক (৬০) বুধবার সকাল ৭টায় জমিতে কাজ করার সময় পার্শ্বে থাকা নূরুল ইসলামের মুরগীর ফার্মে বিদ্যুতায়িত তারের বেড়ার স্পর্শে ঘটনাস্থলেই মারা যায়। আবু সিদ্দিক ঐ গ্রামের চানফর আলীর পুত্র। জানা যায়, নূরুল ইসলাম বন্য প্রাণী এবং চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সকলের অজান্তে খামারের চারপাশ খোলা তারে বিদ্যুতায়িত করে রাখে। অপর দিকে একই ইউনিয়নের পংকরহাটি গ্রামের মনির হোসেনের পুত্র ফজলুর রহমান(৬০) বাড়ীর পার্শ্বে সেচ মেশিন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ঘটনাটি ঘটে সকাল ৭.৩০ দিকে। উভয় ঘটনায় নান্দাইল মডেল থানায় আলাদা আলাদা অপমৃত্যু মামলা হয়েছে বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ