Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাফুফে ভবনে ডেঙ্গুর হানা!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ৮:৪৬ পিএম

ভয়াবহ ডেঙ্গু জ্বরের প্রভাবে অস্থির গোটা দেশ। দেশের অন্যান্য স্থানের মতো ক্রীড়াঙ্গনেও ডেঙ্গু হানা দিয়েছে অনেক আগেই। নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসের ক্যাম্পে ইতোমধ্যে বেশ কিছু নারী ক্রীড়াবিদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ঈদের আগে কাবাডি ও খো খো ডিসিপ্লিনের দশজন নারী ক্রীড়াবিদ ডেঙ্গুতে আক্রান্ত হলেও তারা সুস্থ্য। তবে সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আবাসিক নারী ক্যাম্পে থাকা কিছু কিশোরী ফুটবলারও ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়েছেন। এছাড়া বাফুফে ভবনে দায়িত্ব পালনকারী পাঁচ নিরাপত্তা কর্মীও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সরেজমিনে বাফুফে ভবনে গেলে দেখা যাবে এখানকার নিচতলার গাড়ি পার্কিংয়ের জায়গায় এখানে-সেখানে ময়লা-আবর্জনা জমে আছে। বৃষ্টি হলে সেখানে পানি জমে মশার আবাসস্থল হয়। বাফুফে আর্টিফিসিয়ার টার্ফেও বৃষ্টির পানি জমে থাকে। এখানেই বাফুফে ভবনে থাকা মহিলা ফুটবলাররা অনুশীলন করেন নিয়মিত। এর ফলে তাদের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায়না। ক’মাস আগে গ্রামের বাড়িতে গিয়ে ফুটবলার সাজেদা এবং মারজিয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন ওরা সম্পূর্ণ সুস্থ। বাফুফের ফিজিক্যাল ফিটনেস টেস্টেও তারা পাশ করেছে। তবে আরও তিন ফুটবলারের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘রাজিয়া এবং নওশিন জাহান ঈদের ছুটিতে বাড়ি গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। ইতোমধ্যেই তারা সুস্থ হয়েছে। তবে মুন্নী সম্ভবত বাফুফে ভবনে থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়। দু’দিন হলো সেও সম্পূর্ণ সুস্থ হয়েছে।’ ছোটন যোগ করেন, ‘আমরা বাফুফের ক্যাম্পে এ নিয়ে খুবই সচেতন ও সতর্ক থাকি। প্রতিদিন মশা মারার অষুধ ছিটানো হয়, সবকিছু পরিস্কার করা হয়, নিয়মিত মশারি টানানো হয়। সকাল থেকেই এসব কার্যক্রম শুরু হয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাফুফ

১২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ