Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাফুফেকে উয়েফার বাস উপহার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) একটি বাস উপহার দিয়েছে। উয়েফার সদস্য না হয়েও মূলত এএফসির মাধ্যমেই এই বাস উপহার পেয়েছে বাফুফে। এই কাজে সহায়তা করেছেন বাফুফের নারী উইংসের চেয়ারপার্সন এবং এএফসি নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণের সহযোগিতার কারণেই বাসটি পাওয়া সম্ভব হয়েছে। গতকাল নতুন এই বাসের উদ্বোধন করেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক এবং ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফের নারী উইংসের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। এ সময় আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘এই বাসটি আমাদের ফুটবলে অনেক কাজে ব্যবহৃত হবে। বিশেষ করে বাফুফে টার্ফ ও কমলাপুর স্টেডিয়ামে একাডেমির খেলোয়াড়রা অনুশীলন করে। সুনির্দিষ্ট বাস না থাকায় তাদের যাতায়াতে বেশ অসুবিধা হতো। এখন এই বাসে করে বেশ সহজেই যাতায়াত করতে পারবে ফুটবলাররা।’ বাস ক্রয়ের জন্য উয়েফা বাফুফেকে দিয়েছে ৪৩ হাজার ইউরো। বাকি দশ লাখ টাকা দিয়েছে বাফুফে। নীল রংয়ের বড় নতুন বাসটিতে আসন সংখ্যা ৪০ হলেও এটি শীতাতপ নিয়ন্ত্রিত নয়। এসি বাস কেন নয়? এই প্রশ্নর উত্তরে মানিক বলেন, ‘এসি বাসের জন্য বাজেট আরো বেশি প্রয়োজন ছিল। শীতাতপ নিয়ন্ত্রিত হলে বাসের আসন সংখ্যা কমত। এই বাসে করে খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই একসঙ্গে যাতায়াত করতে পারবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাফুফেকে উয়েফার বাস উপহার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ