Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রেফারিদের দাবী পূরণে সময় চাইল বাফুফে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০১ এএম

বকেয়া পরিশোধ, ম্যাচ ফি, যাতায়াত ভাতাসহ বেশ কিছু দাবী নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছিল বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন। তাদের দাবী পূরণে ৩০ মে’র মধ্যে বাফুফেকে সিদ্ধান্ত জানাতে বলেছিলেন রেফারিজ অ্যাসোসিয়েশনের কর্তারা। দাবি পূরণের সময়সীমা অতিক্রম হওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বাফুফে। ফলে হতাশ হয়ে রেফারিরা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) খেলা পরিচালনা করতে অস্বীকৃতি জানান। রেফারিদের এই অবস্থান থেকে সরিয়ে আনতে বাফুফে গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে। যেখানে তারা জানায়, রেফারিজ অ্যাসোসিয়েশনের চিঠিটি বাফুফে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। রেফারিদের দাবী পূরণে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি দশ দিনের সময় চেয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে রেফারিজ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সালাম মুর্শেদী, বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বীর বাহাদুর নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধানের একটি কার্যকরী সিদ্ধান্ত নেবেন।
ফুটবল খেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ রেফারিরা। কিন্তু বাফুফে এই অংশটি নিয়ে সব সময়ই উদাসীন। বছরের পর বছর ধরে রেফারিরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)সহ ঘরোয়া বিভিন্ন লিগের খেলা পরিচালনা করে আসলেও নিয়মিত তাদের ন্যায্য পাওনা বাফুফের কাছে বুঝে পায়নি। ফলে দারুণ অর্থ সংকটে দিন কাটাতে হচ্ছে রেফারিদের। দীর্ঘদিন ধৈর্য্য ধরলেও নিজেদের রুটি-রুজির ব্যাপারে এখন সোচ্চার তারা। আর রেফারিদের এই সোচ্চার হওয়া বাফুফের ভাবমূর্তিকে ফেলেছে সংকটের মুখে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেফারিদের দাবী পূরণে সময় চাইল বাফুফে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ