Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোচের খোঁজে বাফুফে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

জাতীয় ফুটবল দলের ব্রিটিশ প্রধান কোচ জেমি ডে’কে হঠাৎ অব্যাহতি দেওয়ার পর অন্তবর্তীকালীন কোচ দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ ও শ্রীলঙ্কার চারজাতি টুর্নামেন্টে কাজ চালিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার স্থায়ীভাবে বিদেশি কোচ চায় তারা। যে কারণে নতুন বিদেশি কোচের সন্ধানে নেমেছে বাফুফে। গত অক্টোবরে মালদ্বীপে শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে জামাল ভূঁইয়াদের দেখভালের দায়িত্বে ছিলেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। আর পরের মাসে শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকসে চারজাতি টুর্নামেন্টে জাতীয় দলের দায়িত্বে ছিলেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস। যদিও এ দুই কোচের অধীনে ভালো ফলাফল করতে পারেনি লাল-সবুজরা। অবশ্য কিছুদিন আগে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছিলেন, নতুন বছরে নতুন বিদেশি কোচের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেবেন তিনি। নতুন বছর দ্বারপ্রান্তে। আর মাত্র ১০ দিন পর পৃথিবীর আকাশে উঁকি দিবে নতুন বছরের সূর্য। হাতে থাকা প্রায় দেড় সপ্তাহের মধ্যে কি সালাউদ্দিন পারবেন জাতীয় দলকে নতুন কোচ উপহার দিতে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের ফুটবলবোদ্ধাদের মনে। তবে বাফুফে কিন্তু বসে নেই। তারা ঠিকই নতুন বিদেশি কোচের সন্ধান চালিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় ব্রিটিশ বংশদ্ভুত সাবেক অস্ট্রেলিয়ান ফুটবলার বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির মাধ্যমে নতুন কোচ পেতে চেষ্টা চালাচ্ছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। পলের মাধ্যমে এরই মধ্যে বাফুফে কয়েকজন বিদেশি কোচের জীবনবৃত্তান্ত এনেছে যাচাই-বাছাইয়ের জন্য।

ঘরোয়া ফুটবলের মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপের খেলা মাত্রই শেষ হয়েছে। চলতি সপ্তাহেই মাঠে গড়ানোর কথা মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপ। এই টুর্নামেন্ট শেষে শুরু হবে ঘরোয়া সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগের খেলা। বাফুফের ইচ্ছা লিগ শুরুর আগেই নতুন কোচ নিয়োগ দেওয়ার, যাতে লিগের খেলা দেখে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করতে পারেন নতুন কোচ। ইংল্যান্ডের জেমি ডে, স্পেনের অস্কার ব্রুজোন আর ও পর্তুগালের মারিও লেমসের পর কোন দেশের কোচ হাল ধরবেন লাল-সবুজের ফুটবলে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, বাফুফে আপাতত ৫ জন বিদেশি কোচের জীবনবৃত্তান্ত নিয়ে কাজ করছে। এই পাঁচের মধ্যে ইংল্যান্ডের কোচও আছেন। এছাড়া আছেন স্পেন, জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডসের কোচ। যোগ-বিয়োগে মিলে গেলে এই পাঁচজনের যেকোনো একজনকে বেছে নেবে বাফুফে। বাফুফের দায়িত্বশীল সুত্রটি আরো জানায়, এই ৫ কোচের জীবনবৃত্তান্ত নিয়ে চলতি সপ্তাহেই সভাপতির সঙ্গে আলোচনায় বসার কথা জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোচের খোঁজে বাফুফে

২১ ডিসেম্বর, ২০২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ