Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাফুফের কাজ করে দিচ্ছে বিএফএসএফ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

দেশের তৃণমুল ফুটবল নিয়ে যেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাববার সময় নেই, সেখানে ধারাবাহিকভাবে আয়োজিত হচ্ছে বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। তৃণমুল ফুটবলের পাইপলাইন খ্যাত এ আসর মাঠে গড়াচ্ছে আগামী বুধবার থেকে। পল্টন ময়দানে অনুষ্ঠেয় টুর্নামেন্টের খেলা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) টানা তৃতীয়বারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করলেও বাফুফে তাদেরকে উল্লেখ করার মতো কোনো সহযোগিতাই করছে না। যদিও আয়োজকরা বলছে, দেশের ফুটবলের অভিভাবক সংস্থার সহযোগিতা নিয়েই তারা টুর্নামেন্টটি মাঠে নামাচ্ছে। কিন্তু বাস্তবতা ভিন্ন!

এবারের বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপে খেলছে ১২টি দল। দলগুলো হলো- সুনামগঞ্জের দিরাই ফুটবল একাডেমি, কিশোরগঞ্জের ভৈরব ফুটবল একাডেমি, ব্রাহ্মণবাড়িয়ার সানরাইজার্স ফুটবল একাডেমি, ময়মনসিংহের আবদুল হালিম ফুটবল একাডেমি, রাঙামাটির সুই হ্লা মং ফুটবল একাডেমি, ফেনীর ছাগলনাইয়া ফুটবল একাডেমি, পিরোজপুরের মোহামেডান ফুটবল একাডেমি, খুলনার রহিমনগর ফুটবল একাডেমি, কুড়িগ্রামের ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি, গাইবান্ধার এসএফসিএ ফুটবল কোচিং, নাটোরের ফুটবল একাডেমি ও নারায়ণগঞ্জের ইপিলিয়ন ফুটবল একাডেমি। দলগুলো চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। গতকাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএফএসএফের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জুবায়ের। এ সময় সংগঠনের সভাপতি কাজী শহিদুল আলম, সিনিয়র সহ-সভাপতি এসজি আকবর ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল বারী মানিক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাফুফে

১২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ডিসেম্বর, ২০২১
২২ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ