Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে বাফুফেতে উৎসব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ৭:৩৪ পিএম

নানা আয়োজনে শনিবার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মার দুই পাড় মুন্সিগঞ্জের মাওয়া ও শিবচরের কাঠালবাড়ীতে উদ্বোধন করেন তিনি। এমন উৎসবের দিন পদ্মার দুই পাড় ছাড়িয়ে আনন্দের ভেসেছেন পুরো দেশের মানুষ। তার বাইরে ছিল না বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। শনিবার সকাল ১০ থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখিয়েছে দেশের বিভিন্ন টেলিভিশন। দেশের ফুটবলের অভিভাবক সংস্থা সেই উদ্বোধনী অনুষ্ঠান মতিঝিলের বাফুফে ভবনে বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছিল। দুপুরে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন তার নির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্যকে নিয়ে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেন। পদ্মা সেতু চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে ‘আজকে (গতকাল) দেশে স্বপ্নের পদ্মা সেতু চালু করেছেন। এ জন্য আমরা গর্বিত। গোটা বাংলাদেশে যত বাঙালী রয়েছেন, তারা আজ গর্বিত। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, তিনি আমাদের জন্য যা করছেন, তা অতুলনীয়।’ এ সময় জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাফুফেতে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ