বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চার জেলায় বজ্রপাতে আপন দুই ভাইসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে এক, জামালপুরে তিন, দিনাজপুরে এক ও গাইবান্ধায় একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে।
রাজশাহী : রাজশাহীর চারঘাটে গাছে উঠে শুকনো ডালপালা কাটার সময় গতকাল শুক্রবার দুপুরে বজ্রপাতে আসলাম আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত আসলাম আলী উপজেলার পরানপুর বামনীদহ গ্রামের মৃত ওয়াজ আলীর ছেলে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারকে শান্তনা দেন এবং আর্থিক ভাবে সহযোগিতা করেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরের দিকে নিহত আসলাম আলী বাড়ির পাশে একটি খেজুর গাছে উঠে শুকনা ডালপালা কাটছিলেন। এ সময় হঠাৎ করে বজ্রপাত ঘটলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
জামালপুর : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী চেংটিমারী গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। দুই ভাই হলেন, চেংটিমারি গ্রামের আনোয়ার (২৫) ও আল-আমিন (১৭)। তারা একই গ্রামের প‚র্ব পাড়ার আব্দুল লতিফ মিয়ার ছেলে।
ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মাসুদ জানান, সকালে আনোয়ার ও আল-আমিন বাড়ির পাশে ভারতীয় সীমান্তবর্তী ঝাওলার বিলে মাছ ধরতে যায়। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে ওই দুই ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তাদের শরীরের অধিকাংশ অংশ বজ্রপাতে পুড়ে গেছে। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে সদর উপজেলার নারায়নপুরে বজ্রপাতে সাইদুল ইসলাম (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. আব্দুল লতিফ মিয়া জানান, শুক্রবার বিকেলে নারায়নপুর প‚র্ব পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে সাইদুল ইসলাম বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ক্ষেতে ধানের বীজতলায় চারা উঠাতে যায়। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা সাইদুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দিনাজপুর : বিরল উপজেলায় নিজের জমিতে আমন চারা তোলার সময় বজ্রপাতে ভাই নিহত ও ছোট ভাই আহত হয়েছেন। নিহত আবু বক্কর (৩০) বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের বেণীপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। এ সময় আহত হয়েছেন তার ছোট ভাই মোতালেব হোসেন (২৮)। তিনি বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছেন।
ইউপি সদস্য শামসুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে দুই ভাই আবু বক্কর ও মোতালেব হোসেন বাড়ির পাশে বীজতলা থেকে আমন চারা তুলছিল। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু বক্কর মারা যায় এবং মোতালেব হোসেন আহত হয়। বিরল থানা পুলিশের ওসি গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করেছেন।
গাইবান্ধা : জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে ছেলে রফিকুল ইসলামের (২০) মৃত্যু হয়েছে এবং বাবা আইয়ুব আলী গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের খোর্দ্দা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম আব্দুস সোবহান নিশ্চিত করেছেন ।
প্রতক্ষদর্শীরা জানান, দুপুরে বাবা ও ছেলে জমিতে আমন ধানের চারা রোপন করতে তিস্তা নদীর চরে যান। এ সময় বজ্রপাতের বিকট শব্দে তারা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং বাবা আইয়ুব আলীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হওয়ায় আইয়ুব আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।