মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অলৌকিক এক কান্ড ঘটালেন ৬০ বছর বয়সী এক বৃদ্ধ। সবার চোখের সামনেই নদীতে ঝাঁপিয়ে পড়ে তলিয়ে গেলেন তিনি। স্বজনরা যখন তার লাশ উদ্ধারের কথা ভাবছেন, তখন দুদিন পর সবাইকে অবাক করে পায়ে হেঁটে বাড়ি ফেরেন ওই ব্যক্তি। স¤প্রতি এ চমকপ্রদ ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকের নানজাংগুড এলাকায়। আর এমন অভিনব কাÐটি করে দেখান ৬০ বছর বয়সী বৃদ্ধ ভেঙ্কাটেশ মুর্থি। এনডিটিভি জানায়, সপ্তাহখানেক আগে কাবিনি বাঁধের গেট খুলে দেয়ায় বন্যার পানিতে তলিয়ে যায় কর্নাটক রাজ্যের নানজাংগুড এলাকা। এরই মধ্যে শনিবার ফুলেফেঁপে ওঠে নদীর পানি। আর এমন খরস্রোতা নদীতে হেজ্জিজ ব্রিজ থেকে ঝাঁপ দেন ভেঙ্কাটেশ মুর্থি। তাকে সাহায্য করতে দ্রæত দড়ি ছুড়ে দিয়েছিলেন স্থানীয়রা। কিন্তু প্রবল স্রোতে দড়ি আর ধরা হয়নি ভেঙ্কাটেশের। মুহূর্তের মধ্যে তলিয়ে যান তিনি। তার সেই দুঃসাহসিক কর্মটির ভিডিও করে সামাজিক যোগাযোগামাধ্যমগুলোতে ছড়িয়ে দেয়া হয়। পরিবার-পরিজনসহ অনেকেই নিশ্চিত ছিলেন, আর বেঁচে ফিরবেন না ভেঙ্কাটেশ। স্থানীয় সংবাদমাধ্যমগুলো ভেঙ্কাটেশের নাম বন্যায় মৃতের তালিকায় যোগ করেও দিয়েছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দুদিন পর অর্থাৎ সোমবার সুস্থ-সবল দেহে হেঁটে হেঁটে বাড়ি ফেরেন ভেঙ্কাটেশ। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।