Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা প্রত্যাবর্তন চুক্তি নিয়ে উদ্বিগ্ন পিএইচআর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ৯:৪৮ পিএম

রোহিঙ্গা প্রত্যাবর্তন চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক চিকিৎসকদের সংগঠন ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস’ (পিএইচআর)। সংগঠনটি বলেছে, নৃশংসতার জন্য দায়ীদের জবাবদিহিতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি উল্লেখ করতে ব্যর্থ হয়েছে এ চুক্তি। স্থানীয় সময় ১৭ই জানুয়ারি নিউ ইয়র্ক থেকে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে পিএইচআর। এই বিবৃতি দিয়েছেন পিএইচআরের ডিরেক্টর অব প্রোগ্রামস ড. হোমার ভেন্টারস। তিনি গত মাসে একদল চিকিৎসককে সঙ্গে নিয়ে সফর করেছেন। এ সময়ে রোহিঙ্গাদের ওপর চালানো শারীরিক ও যৌন নৃশংসতার বিষয়টি প্রামাণ্য হিসেবে ধারণ করেছেন তারা। তিনি ওই বিবৃতিতে বলেছেন, আমরা দেখতে পেয়েছি, অসংখ্য নারী ও শিশু গুলি খেয়ে বেঁচে আছেন। তাদের শরীরে ক্ষত রয়েছে। কারো শরীর পুড়ে গেছে। এ ছাড়া রয়েছে শরীরের ভিতরে অনেক ক্ষত। এর মধ্যে রয়েছে গণহারে ধর্ষণ। সন্ত্রাসবিরোধী অপারেশনের অজুহাতে এই বিষয়টিকে বৈধতা দেয়া যায় না। এটা কল্পনা করাও কঠিন হয়ে গেছে যে, ২০১৮ সালে এসে দুই দেশের সরকার প্রায় সাত লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানো নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। নির্যাতিত ওইসব রোহিঙ্গা নৃশংসতার ঐতিহাসিক শিকার। তাদেরকে তাদের নিজদেশে ফেরত পাঠানো হবে। কিন্তু এক্ষেত্রে ভবিষ্যতে তাদের ওপর ওই রকম নৃশংসতা চালানো হবে না এমন কোনো নিশ্চয়তা নেই। ড. হোমার ভেন্টারস তার বিবৃতিতে আরো বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো নৃশংসতার তদন্ত, স্বচ্ছতা, জবাবদিহিতা ছাড়া প্রত্যাবর্তন নিয়ে যেকোনো আলোচনা হবে অর্থহীন। বাস্তবক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতা তা থেকে বলা যায়, যদি রোহিঙ্গারা দেখে যে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তারা দেশে ফিরে গেলে সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের আবারো শিকারে পরিণত হবেন তাহলে তারা আশ্রয় শিবির ছেড়ে যেতে চাইবেন না। তিনি বিবৃতিতে আরো বলেন, রোহিঙ্গাদেরকে পর্যায়ক্রমিকভাবে নির্যাতন করা হচ্ছে। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এটা দীর্ঘদিনের এক বাস্তবতা। এ বিষয়টি অবশ্যই চিহ্নিত করতে হবে। রয়টার্স, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা প্রত্যাবর্তন চুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ