নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শামীম চৌধুরী : গত বছর ওয়ানডে ক্রিকেটে কি দুর্দান্ত একটি মওসুমই না কাটিয়েছে বাংলাদেশ। ১৮ ওয়ানডে ম্যাচে ১৩ জয়, আইসিসির চ্যালেঞ্জ নিয়ে র্যাংকিংয়ে ৭-এ উঠে ২০১৭ সালে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের টিকিট পেয়েছে মাশরাফিরা। হোমে দুর্বার বাংলাদেশের আবির্ভাবও দেখেছে বিশ্ব ওই বছরে। পাকিস্তানকে ৩-০’তে হোয়াইট ওয়াশের পর ভারত ও দ.আফ্রিকার বিপক্ষে ২-১ এ জয়ে ক্রিকেট বিশ্বকে বিস্মিত করেছে মাশরাফিরা।
হোমে এক বছরে চারটি সিরিজের সবক’টির ট্রফি ঘরে রাখতে জিম্বাবুয়েকেও বলে কয়ে করেছে হোয়াইট ওয়াশ। অথচ ওয়ানডে ক্রিকেটে এমন উচ্চতায় ওঠা দলটিকেই কি-না ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচে নির্বাসনে থাকতে হয়েছে ১০ মাস। এ বছরের প্রথম ৯ মাসে ওয়ানডে ক্রিকেটে যেখানে ইতোমধ্যে অস্ট্রেলিয়া খেলে ফেলেছে ২০ ম্যাচ, ইংল্যান্ড ১৫, শ্রীলংকা ১৪, দ.আফ্রিকা ১১, ভারত ৯, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ৭, জিম্বাবুয়ে ৬ ম্যাচÑআইসিসি’র সহযোগী সদস্য আফগানিস্তান পর্যন্ত খেলেছে ৯ ম্যাচÑ সেখানে ম্যাচহীন বাংলাদেশ! হোমে মাশরাফিদের সমর্থন দিতে অভ্যস্ত সমর্থকদের এই প্রতীক্ষার অবসান হচ্ছে আজÑ১০ মাস পর বাংলাদেশ ফিরছে ওয়ানডে ক্রিকেটে। ফিরছে মাশরাফিরা আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে।
গত বছরে বিস্ময়ের জন্ম দেয়া বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর এখন দলের বাইরে, কাঁধে টেলিস্কোপ সার্জারির পর এখন পুনর্বাসন প্রক্রিয়ায় কাটছে তার দিন। তারপরও মুস্তাফিজহীন দলের চেহারা হয়নি মলিন। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটিয়ে বোলিং বৈধতা নিয়ে ফিরছেন তাসকিন। গত পরশু আইসিসির ওই সিদ্ধান্তে চাঙ্গা হয়ে উঠেছে বাংলাদেশ দল। যে ধারাবাহিক সাফল্যে শেষটা করেছিল গত বছর বাংলাদেশ, সেখান থেকেই শুরু করে সেই ধারাবাহিকতার দৃষ্টান্তই বজায় রাখার প্রত্যয় মাশরাফির।
বাংলাদেশের বিপক্ষে ২ বছর আগে ৫০ ওভারের ম্যাচে জয় আছে আফগানদের, এশিয়া কাপের সেই হারের বদলা নিয়েছে বাংলাদেশ বিশ্বকাপে। জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি সিরিজের দু’টিতে জিতে বাংলাদেশকে হুংকার দেয়া আফগানদের বাউন্সার মেরেছেন মাশরাফি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফির কথায় সেটাই প্রতিফলিত হয়েছে। প্রতিপক্ষকে সমীহ করেই সে প্রত্যয় মাশরাফিরÑ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক অবশ্যই খুব ভালো। আসলে তাদের পুরো দলটাকেই আমরা সম্মান করছি। তবে আমরা নিজেরা বিশ্বাস করি আমাদের বোলিং লাইন আপ বিশ্বসেরা। আমরা আমাদের নিজেদের বিশ্বাস, স্ট্রেন্থ নিয়েই আমরা খেলতে নামব। গত দুই মাস আড়াই মাস যে অনুশীলন করেছি, অর্জন করেছি আত্মবিশ্বাস, ওই আত্মবিশ্বাস নিয়ে যদি নামি তাহলে অবশ্যই ভালো করব। যেখান থেকে শেষ করেছি, সেখান থেকে শুরু করতে চাই।’
১০ মাস বিরতির পর ওয়ানডে ম্যাচে নামছে বলে অবশ্য সতর্ক হেড কোচ হাতুরুসিংহে। সিরিজের প্রথম ম্যাচ এবং প্রথম ঘণ্টায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন শিষ্যদেরÑ‘মূল মনোযোগটা যে কোন জাতীয় দলের বিরুদ্ধে তিনটি ওয়ানডেই জেতা। দীর্ঘদিন খেলছি না, এটা আমরা উতরে যাওয়ার চেষ্টা করব। প্রথম ম্যাচটা আমাদের জন্য খুবই জরুরি। বিশেষ করে প্রথম ঘণ্টা জরুরি। আমরা ভালভাবে যেন শুরু করতে পারি সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং মূল মনোযোগ প্রথম খেলাটাতে জয়ী হওয়া।’
নির্বাচকদের ঘোষিত ১৩ জনের স্কোয়াডে না থেকেও আইসিসির বোলিং বৈধতার সার্টিফিকেট পেয়ে যুক্ত হয়েছেন দলে তাসকিন আহমেদ। অভিষেকের সামনে দাঁড়িয়ে প্রিমিয়ার ডিভিশন এবং আফগানিস্তানের বিপক্ষে অনুশীলন ম্যাচের পারফমার মোসাদ্দেক হোসেন সৈকত। দলে বোলিংয়ে বৈচিত্র্যপূর্ণ কম্বিনেশনের সঙ্গে ব্যাটিং শক্তিতেও এগিয়ে বাংলাদেশ। প্রতিপক্ষের সঙ্গে যোজন যোজন এগিয়ে থাকা বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে র্যাংকিংয়ে ৬ এ ওঠা। শ্রীলংকার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকা বাংলাদেশ তাই র্যাংকিং বাড়িয়ে নিতে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে পরপর ২টি হোম সিরিজের প্রতিপক্ষ আফগানিস্তান এবং ইংল্যান্ডকেÑ সিরিজকে সামনে রেখে সেটাও মনে করিয়ে দিতে হচ্ছে। সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে সেটাই উল্লেখ করেছেন হাতুরুসিংহেÑ ‘আমরা দিনকে দিন যা করি সেটা থেকেই র্যাংকিংটা বেরিয়ে আসে। আমরা র্যাংকিং নিয়ে চিন্তা করছি না। আমরা ৬ ম্যাচের সিরিজ নিয়ে ভাবছি- তিনটা আফগানিস্তানের বিরুদ্ধে, তিনটা ইংল্যান্ডের বিরুদ্ধে। এভাবেই আমরা বিষয়টাকে নিয়েছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।