পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভিয়েতনামে আটকে পড়া ১১ জন বাংলাদেশি ভিয়েত জেট এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান যোগে শুক্রবার বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন।
তারা কোভিড-১৯ মহামারীর কারণে ভিয়েতনামে আটকে পড়েছিলেন। প্রত্যাবাসিত বাংলাদেশিদের মধ্যে ২ জন ভিয়েতনামে কর্মরত ছিলেন এবং বাকি ৯ জন ভিয়েতনামে মিথ্যা চাকরির প্রতারণার শিকার।
বাংলাদেশ থেকে ভিয়েতনাম নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় অবস্থিত ভিয়েতনাম দূতাবাস এই বিশেষ বিমানটির আয়োজন করে।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অনুরোধে ভিয়েতনাম সরকার এ বিমানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে দিতে সম্মত হয়।
ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মো. আলী মহসীন রেজা স্বাক্ষরিত এক গণমাধ্যম বার্তায় এই তথ্য জানানো হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও বাংলাদেশ দূতাবাস হ্যানয়-এর কর্মকর্তাবৃন্দ প্রত্যাবাসন সংক্রান্ত সার্বিক সহযোগিতা ও বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবসনরত বাংলাদেশিদের বিদায় জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।