Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝরল আরও এক প্রাণ

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ৪:১৫ পিএম | আপডেট : ৪:২৪ পিএম, ১৫ আগস্ট, ২০১৯

ডেঙ্গুতে ঝড়ে গেল আরও একটি প্রাণ। মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামে আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ডেঙ্গুতে মারা গেছেন জয়নাল শরীফ (৫৩) নামের এক ব্যক্তি। তিনি ওই গ্রামের গফুর শরীফের ছেলে।

মৃত জয়নালের ভাইয়ের জামাতা ইউনুস আলী জানান, জয়নাল শরীফ ঢাকায় একটি বেসরকারি সিকিউরিটি সার্ভিস কোম্পানিতে চাকরি করতেন। গত ৭ আগস্ট জ্বরে আক্রান্ত হলে ঢাকায় তাঁর রক্ত পরীক্ষা করা হয়। ৯ আগস্ট পাওয়া রিপোর্টে তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। এরমধ্যে ঈদের ছুটিতে বাড়িতে চলে আসেন তিনি এবং ঢাকার রক্ত পরীক্ষার রিপোর্টের পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানকার চিকিৎসকরা শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে জয়নালকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ঢাকায় নেওয়ার আর্থিক প্রস্তুতির জন্য পারিবারিক সিদ্ধান্তে বুধবার বাড়িতে নিয়ে এলে বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতেই মারা যান জয়নাল।

মাগুরা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, 'জয়নাল শরীফ ১০ আগস্ট সকালে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন। তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় একইদিন বিকেলে তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে মাগুরায় নিজ বাড়িতে ফিরে এসে আজ বৃহস্পতিবার মারা গেছেন তিনি।

মাগুরা সদর হাসপাতালে ডেঙ্গু রোগী হিসেবে জয়নালের ভর্তি ও পরবর্তীতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নীলিমা বিশ্বাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ