Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

টমটমের বেপরোয়া ধাক্কায় নারীর মৃত্যু

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ৬:৩০ পিএম

মৌলভীবাজারে বেপরোয়া গতির একটি টমটমের ধাক্কায় ফুল বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। দুপুরে শহরের শাহ মোস্তফা সড়কে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অপ্রাপ্তবয়স্ক টমটম চালক মুজিবুর রহমান (১৬) কে আটক করেছে পুলিশ।

শনিবার ১০ আগস্ট দুপুর ১ টার দিতে শহরের শাহ মোস্তফা সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। ফুল বেগম মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী আলতাফুর রহমান সুমন মা ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান রনির আপন চাচী।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ফুল বেগম বাসার সামনে রাস্তার পাশে দাঁড়ানো ছিলেন। এসময় একটি টমটম তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ