Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ঠে কেবল নেটওয়ার্ক কর্মীর মৃত্যু

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ৪:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের আমনুরায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বরেন্দ্র স্যাটেলাইটকর্মীর মৃত্য হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে আমনুরা রেল ক্রসিং সংলগ্ন বিদ্যুতের পোলে উঠে ডিস লাইনের ত্রুটি সারাতে গিয়ে বিদ্যুতিক শক খেয়ে নিচে ছিটকে পড়ে আহত হয়। এসময় আহত লাইনম্যান জিমি (২৫) কে আমনুরা বরেন্দ্র ক্লিনিকে নিয়ে গেলে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজন হওয়ায় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এদিকে বরেন্দ্র স্যাটেলাইটকর্তৃপক্ষ আহত লাইনম্যান জিমিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাচোল থানার অফিসার ইন্চার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ঝিলিম ইউনিয়নের আমনুরা রেলক্রসিং এলাকায় বিদ্যুৎস্পৃষ্ঠে বরেন্দ্র কেবল নেটওয়ার্ককর্মীর মৃত্যুর সংবাদ শুনেছি। তবে তিনি বলেন, ঘটনাস্থল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আওতায় হওয়ায় এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ’র পক্ষ থেকে কোন অভিযোগ দ্বায়ের করা হলে সদর থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ