Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে সাপের কামড়ে প্রবাসীর স্ত্রীসহ দুইজনের মৃত্যু

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ৪:৩২ পিএম

সিলেটে সাপের কামড়ে প্রবাসীর স্ত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- সিলেট সদর উপজেলার শাহপরাণ থানাধীন হাতুড়া গ্রামের দুবাই প্রবাসী শুয়েব মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী রুবি বেগম (২৬) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামের আবদুল মানিকের ছেলে কবির মিয়া (৪০)। কবির মিয়া সিলেট শহরতলীর মেজরটিলায় বসবাস করতেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, কবির মিয়াকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে রুবি বেগমকেও সকালে নিয়ে আসা হয় ওসমানী হাসপাতালে। জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।
হাতুড়া গ্রামের আব্দুল কাদির জানান, দুবাই প্রবাসীর স্ত্রী ছোট দুই মেয়ে নিয়ে একটি কক্ষে থাকতেন। সকালে তিনি কথা বলতে পারছেন না দেখে কী হয়েছে জানতে চাইলে তিনি জানান, কি যেনো তাকে কামড় মেরেছে। পরে ঘরের ভিতর একটি সাপ পান বাড়ির লোকজন। পরে রুবি বেগমকে ওসমানী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ