রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বিরামপুরে শিক্ষকের অবহেলায় মেধাবী ছাত্রের মৃত্যু। প্রতিবাদে বিক্ষুদ্ধ ছাত্র-জনতার পুড়িয়ে দেয় শিক্ষকদের ব্যবহৃত ৬টি মোটরসাইকেল।
গত বুধবার বিরামপুর উপজেলার কাঠলা ইউনিয়ানের বেনীপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য আসাদুল ইসলাম পুত্র কাঠলা দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মানবিক বিভাগের মেধাবী ছাত্র আজিম হোসেন (রোল নং ১) স্কুল মাঠে ডেঙ্গুর পরিছন্নতার কাজ করার সময় হঠাৎ স্কুল মাঠেই অজ্ঞান হয়ে পড়ে। সহপাটিরা বিরামপুর হাসপাতালে চিকিৎসার দেবার জন্য প্রধান শিক্ষকসহ অন্যন্য শিক্ষকের কাছে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল চায়। স্কুলের কোন শিক্ষকেই ঐ ছাত্রটিকে চিকিৎসার জন্য সাহায্য না করাই সহপাটিরা ভ্যানে করে মেধাবি ছাত্র আজিম হোসেনকে বিরামপরে হাসপাতারে নেয়ার পথে সে মারা যায়। পরে সহপাটি ও জনতা ঐ ছাত্রের লাশ নিয়ে স্কুলে গিয়ে স্কুলের শিক্ষকদের ৬টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
সংবাদ পেয়ে, বিরামপুর ফায়ার সার্ভিস ও বিরামপুর থানা পুলিশ ঘটনা স্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায়।
এলাকাবাসী ও অবিভাবকদের অভিযোগ প্রধান শিক্ষক ও অন্যন্য শিক্ষকের অবহেলার কারনে মেধাবি ছাত্রের মৃত্যু হয়েছে, তার স্কুলের প্রধান শিক্ষকও অন্যন্য শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক কথা বলতে রাজী নন বলে জানান। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলম হোসেন জানান, অভিযুক্ত সকল শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।