Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সখিপুরে অবৈধ গরু মোটাতাজাকরণ, এক ব্যবসায়ীকে ৩০হাজার টাকা জরিমানা

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ৬:৩৮ পিএম

টাঙ্গাইলের সখিপুরে গরু মোটাতাজাকরণের নিষিদ্ধ খাদ্য বিক্রির দায়ে নজরুল ইসলাম নামের এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উচ্ছিষ্ট তুলার অংশ গরুর খাদ্য হিসেবে বিক্রি করার অপরাধে ওই দোকানিকে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন সখিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা জান্নাত তাহেরা। রোজ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে সখিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বদের বাজার এলাকায় গরু মোটাতাজা করণের নিষিদ্ধ গো-খাদ্যের ব্যবসা করে আসছিল। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল জলিল বলেন, শিল্প প্রতিষ্ঠানের তুলার উচ্ছিষ্ট গরুকে খাওয়ানো হলে গরুর কলিজা নষ্ট হয়ে পেট ফুলে আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা জান্নাত তাহেরা নিষিদ্ধ গো-খাদ্য বিক্রির দায়ে দোকানিকে ৩০হাজার টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।



 

Show all comments
  • মোঃ আমিনুল ইসলাম ৭ আগস্ট, ২০১৯, ৭:৫৮ পিএম says : 0
    আগে কারখানা বন্ধ করা জরুরি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ