Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত : ইমরান

পাকিস্তান মধ্যস্থতার এটাই উপযুক্ত সময়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃবৃন্দ রোববার ন্যাশনাল সিকিউরিটি কমিটির (এনএসসি) বৈঠকে বসেন এবং তারা আবারও জোর দিয়ে বলেছেন যে, ভারতীয় বাহিনীর যে কোন অপচেষ্টা ও আগ্রাসনের জবাব দেবে পাকিস্তান। প্রধানমন্ত্রীর অফিস থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) নিয়ন্ত্রণ রেখা বরাবর জেনেভা কনভেনশান ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক জনগণকে লক্ষ্য করে ক্লাস্টার গুলি বর্ষণ করছে ভারতের সেনাবাহিনী। এই উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইমরান খানের আহবানে এই এনএসসি বৈঠক অনুষ্ঠিত হলো। প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ খাট্টাক, পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া এবং অন্যান্য বেসামরিক ও সামরিক নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে অংশগ্রহণকারীরা এজেকে এবং অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টার নিন্দা জানান যে সময়টাকে পাকিস্তান এবং আন্তর্জাতিক স¤প্রদায় আফগান সঙ্ঘাত নিরসনের চেষ্টা করছে। তারা এটাও বলেন যে, ভারতীয় বাহিনীর আগ্রাসনের কারণে সহিংসতার মাত্রা বাড়বে এবং এই সূত্রে এখানকার পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠবে”। সাউথ এশিয়ান মনিটরের অপর এক খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীরকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তা আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য মধ্যস্থতা করার এটাই উপযুক্ত সময়। ভারত নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করে কাশ্মীরে দুই বেসামরিক লোককে হত্যা ও ১১ জনকে আহত করেছে বলে পাকিস্তান অভিযোগ করার একদিন পর রোববার তিনি ওই মন্তব্য করেন। তবে ভারত এ ধরনের অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্তকারী ব্যাপকভাবে সামরিকীকরণ করা সীমান্ত, যা নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত, তার প্রসঙ্গ টেনে ইমরান খান এক টুইটে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় দখলদার বাহিনী নতুন করে আগ্রাসী ব্যবস্থা গ্রহণ করার কারণে পরিস্থিতি অবনতি হয়েছে। ফলে ট্রাম্পের জন্য মধ্যস্থতা করার এটাই উপযুক্ত সময়। তিনি বলেন, পরিস্থিতি আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে। খানের এই বক্তব্যের ব্যাপারে হোয়াইট হাউজ বা ভারতের পররাষ্ট্র দফতর তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি। গত মাসে ট্রাম্প জানিয়েছিলেন যে জাপানে এক বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে কাশ্মীর সমস্যা নিরসনে মধ্যস্থতা করতে অনুরোধ জানিয়েছেন। তবে মোদি কখনো এ ধরনের অনুরোধ করেননি বলে ভারত দাবি করে। ভারত ও পাকিস্তান দুই দেশই মুসলিম সংখ্যাগুরু কাশ্মীরের দাবিদার এবং এই রাজ্যটি দুই দেশের মধ্যে বিরোধের প্রধান কারণ হয়ে আছে। কিন্তু ভারত ওই অঞ্চলে হাজার হাজার সেনা জড় করছে এবং তীর্থযাত্রী ও পর্যটকদের ওই এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার ভারত দাবি করে যে তারা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে কাশ্মীরের অনুপ্রবেশের চেষ্টা করার সময় অন্তত পাঁচজন পাকিস্তান ভিত্তিক জঙ্গিকে হত্যা করেছে। কিন্তু পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে। রোববার কাশ্মীরের বড় বড় শহরগুলোতে ব্যাপকভাবে আধাসামরিক বাহিনী মোতায়েন করার প্রেক্ষাপটে উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে। দুই একদিনের মধ্যে কার্ফু জারি করা হতে পারে বলেও একজন সিনিয়র সরকারি অফিসার আভাস দিয়েছেন। সাউথ এশিয়ান মানটর।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ