মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে একহাত নিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, শেহবাজ বিশ্বের বিভিন্ন দেশের ভিক্ষার বাটি নিয়ে ঘুরছে কিন্তু কেউ তাকে এক পয়সাও দিচ্ছে না। গতকাল রোববার তিনি এই মন্তব্য করেছেন।
স্থানীয় চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পিটিআই চেয়ারম্যান বলেছেন, দেখুন আমদানি করা সরকার পাকিস্তানের কী করেছে। ইমরান খান আরও বলেন, শরিফ এমনকি আলোচনার জন্যও ভারতের কাছে হাত পাতছেন কিন্তু নয়াদিল্লি বলেছে প্রথমে সন্ত্রাসবাদের সমাপ্তি ঘটাতে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের এক মিডিয়ায় শেহবাজ শরিফ ভারতের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন। সেই প্রসঙ্গ তুলেও ইমরান খান তাকে খোঁচালেন।
এ ছাড়া ইমরান খান তার ওপর হামলার বিষয়ে বলেন, আমি এখন ১০০ শতাংস নিশ্চিত শেহবাজ শরিফ স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং মেজর জেনারেল ফয়সাল নাসির তাকে হত্যার পেছনে দায়ী।
গত বছরে এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমের পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকে দেশটির সেনাবাহিনীর শীর্ষ নেতা ও বর্তমান সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরণ মন্তব্য করে আসছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।