নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসকে সামনে রেখে নিবিড় অনুশীলন শুরু করেছেন বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা। এ ধারাবাহিকতায় গত ১৫ জুন মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৩৫ জন খেলোয়াড়কে নিয়ে উশুর অনুশীলন ক্যাম্প শুরু হলেও সম্প্রতি তা সরিয়ে নেয়া হয়েছে। খেলোয়াড়দের নিবিড় অনুশীলনের জন্য সম্প্রতি মিরপুর থেকে ক্যাম্প সরিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নিয়ে গেছে উশু ফেডারেশন। আসন্ন এসএ গেমসে সান্দা ও থাউলু’র ২২টি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। তাই অনুশীলন ক্যাম্পে থাকা ৩৫ জন থেকে চূড়ান্তভাবে বাছাই করা হবে ২২ জনকে। সান্দা ইভেন্টে প্রশিক্ষক হিসেবে আছেন শরিফুল ইসলাম ও আনোয়ারুল রাসেল এবং থাউলু ইভেন্টে প্রশিক্ষণ দিচ্ছেন আলমগীর শাহ ভূইয়া ও রেজাউর রহমান রাজু। আগামী মাসের মাঝামাঝি সময়ে চীন ও নেপাল থেকে দু’জন কোচ আনা হবে বলে জানান উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।